প্রথম পর্ব
বান্ধবী আহেলীর সঙ্গে তাদের পুরাতন কুটিরে বেড়াতে এসে নীলের চোখের সামনে দিয়ে অপহরণ করা হয় আহেলীকে। ওকে বাঁচাতে নীলও ঝাঁপ দেয় অপহরণকারীদের উপর! কিন্তু বিস্ময়ের ব্যাপার এই যে, অপহরণকারীরা এই দুনিয়ার লোক নয় আর তারা আহেলীকে অপহরণ করে নিয়ে যায় তাদের দুনিয়ায়। কিছু না ভেবেই নীল ওদের পিছু ধাওয়া করে ওদের অদ্ভুত দুনিয়ায় এসে পড়ে। এখান থেকেই শুরু হয় নীলের অদ্ভুত অভিযান।
22th April, 2023 6:11 PM
Comments
No Comments!